মাত্র ১০ দিনেই নিয়ে নিন ভারতের ৬ মাসের মাল্টিপল এন্ট্রি ভিসা

ভারতের ভিসা অনেকটা সোনার হরিণ হাতে পাওয়ার মত, কিন্তু অসম্ভব না। জেনে নিন কি ভাবে খুব অল্প সময়ের ভিতর মানে মাত্র ১০ থেকে ১২ দিনের মধ্যেই ভারতের ভ্রমণ ভিসা পাওয়া সম্ভব। সর্ব প্রথম প্রয়োজন একটা মেশিন রিডেবল পাসপোর্ট এবং মিনিমাম ৩ মাস মেয়াদ ও কমপক্ষে ২ টি খালি পাতা।  বিদেশ ভ্রমণের প্রথম এবং প্রধান শর্ত হলো আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে অর্থাৎ কমপক্ষে ৩-৬ মাস মেয়াদ থাকতে হবে এবং ভিসার জন্য পাসপোর্টের কমপক্ষে দুই পেইজ খালি থাকতে হবে।
প্রথমে এখানে যান http://indianvisa-bangladesh.nic.in/visa/

Apply Online এ ক্লিক করে ফর্ম পূরন করুন।  অনলাইনে নিজেই ফর্ম পুরণ করবেন, ফরম পুরণ করা শেষ হলে একটা Appointment তারিখ নির্বাচন করুন, মনে রাখবেন, নির্বাচিত তারিখে যদি আপনি ফর্ম জমা না দিতে পারেন তবে আবার অনলাইনে আবেদন করতে হবে। ফর্ম পূরণ শেষ হলে ফর্মটি আপনি PDF ফাইল আকারে ডাউনলোড করতে পারবেন, পরে এটা বাইরে থেকে প্রিন্ট করে নিতে পারবেন। পাসপোর্টের সাথে মিল রেখে তথ্য দিন। যেমন পাসপোর্টে যদি আপনি অবিবাহিত থাকেন, কিন্তু ইতিমধ্যে বিয়ে করেছেন, সেক্ষেত্রে অবিবাহিত সিলেক্ট করুন নাহলে ম্যারিজ সার্টিফিকেট দিতে হবে। ফর্ম এর ভিতরে একটা ফিল্ড আছে যেখানে ওরা জানতে চেয়েছে যে আপনার দাদা-নানা কেউ কি পাকিস্তানে ছিলেন কিনা, দয়া করে এখানে No দিন, না হলে ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম।
আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল- Port of Arrival in India, অর্থাৎ আপনে যখন ভিসার জন্য ই-টোকেন ফিলাপ করবেন তখন সিদ্ধান্ত নিতে হবে, আপনে কিসে যাবেন যেমন : By Air, By Road নাকি By Rail । যদি By Air এ অর্থাৎ বিমানে যেতে চান তাহলে কোনো বর্ডারের কথা উল্লেখ না করলেও চলবে। শুধু By Air সিলেকশন করে দিলে হবে। যদি By Road এ যান অর্থাৎ গাড়ীতে যেতে চান তাহলে কোন বর্ডার দিয়ে ইন্ডিয়া প্রবেশ করবেন তা উল্লেখ করতে হবে (আপনার সুবিধা এবং পছন্দসই একটি বর্ডার নাম সিলেকশন করতে পারেন। এক্ষেত্রে আপনে- BY AIR/HARIDASPUR উল্লেখ করতে পারেন, মনে রাখবেন আপনে যে পোর্ট (বর্ডার) দিয়ে ইন্ডিয়া প্রবেশ করবেন , ইন্ডিয়া থেকে বের হওয়ার সময়ও সেই পোর্ট (বর্ডার) দিয়ে আসতে হবে )।
রেফারেন্স নেম এর জায়গায় ইন্ডিয়ার কোন ব্যক্তি বা কোন হোটেলের নাম, ঠিকানা এবং টেলিফোন নাম দিন, নেটে সার্চ দিলে হাজার হাজার হোটেলের নাম ঠিকানা ও ফোন নাম্বার পেয়ে যাবেন। BY AIR/HARIDASPUR সিলেক্ট করলে কোলকাতার কোন হোটেলের নাম দিন।
অথবা এই হোটেলের ঠিকানা ব্যাবহার করতে পারেন, কোলকাতা গেলে আমি ওখানে থাকি;
Hotel Oriental
9A, Marquis Street, Kolkata, West Bengal, India
Phone: +919831025313

ই-টোকেনঃ ই-টোকেন বা এপোয়েন্টমেন্ট ডেট পাওয়া খুবই কষ্টসাধ্য বিষয়, অভিজ্ঞ না হলে পাবার সম্ভাবনা খুবই কম। সকাল ৮ টা থেকে ৯ টার ভিতর ডেট পাওয়া যায়। সমস্যা হলে কল করতে পারেন আমাকে এই নাম্বারে  01710771195

জমা দেয়াঃ টোকেনের ডেট পাবার পর এপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করুন। পিডিএফ ফাইলটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে, মাত্র ২ পেজ।

ফটোঃ ২ ইঞ্চি বাই ২ ইঞ্চি ফটো লাগবে, ছবি অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। ছবির সাথে বর্তমান চেহারার মিল না থাকলে গ্রহনযোগ্য হবে না, তাই নতুন ছবি তোলাটাই শ্রেয়।

যা যা লাগবেঃ এপ্লিকেশন ফর্ম, ন্যাশনাল আইডি কার্ড এর ফটোকপি এবং অরিজিনাল কার্ড সাথে নিতে হবে, আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধন কাগজ এবং চেয়ারম্যান বা কাউন্সিলরের পরিচয়পত্র, ১৫০ ডলার এনডোর্সমেন্ট যে কোন ব্যাংক থেকে বা ব্যাংকের হিসাবের এস্টেটমেন্ট, ব্যাবসায়ী হলে ট্রেড লাইসেন্স এর ফটোকপি এবং অরিজিনাল কপি সাথে নিতে হবে, চাকুরীজীবি হলে হলিডে লেটার বা নো-অবজেকশন লেটার নিতে হবে কোম্পানির অফিসিয়াল প্যাডে, কারেন্ট বিল বা টেলিফোন বিল ফটোকপি সহ নিতে হবে এবং ৬ মাসের পুরানো কোন বিল গ্রহনযোগ্য নয়, ফটোকপি সহ পাসপোর্ট এবং ৪০০ টাকা। 
বুঝতে সমস্যা হলে কল করতে পারেন আমাকে এই নাম্বারে  01710771195